ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ নিয়ে রাজনৈতিক সুর

শিবু সোরেনকে ‘ভারত রত্ন’ দেওয়ার দাবিও উত্থাপন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-26 9.55.06 PM

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (JSCA) আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করে “দিশোম গুরু শিবু সোরেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম” করার দাবি তুলল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। এ প্রসঙ্গে জেএমএম মুখপাত্র কুনাল সরঙ্গি বলেন, “ঝাড়খণ্ডের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গুরুজি শিবু সোরেনের অবদান অনন্যসাধারণ। গোটা ঝাড়খণ্ড বিধানসভা, সমস্ত রাজনৈতিক দল মিলিয়ে, একটি প্রস্তাব পাশ করেছে যাতে গুরুজিকে ভারত রত্ন দেওয়া হয়।”

তিনি আরও উল্লেখ করেন, “ক্রিকেট ঝাড়খণ্ডকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। আমাদের মনে হয়, গুরুজির অবদানকে শুধুমাত্র রাজ্যের মানুষের কাছে নয়, সারা বিশ্বের সামনে তুলে ধরা উচিত। আর ক্রিকেটের মতো শক্তিশালী মাধ্যমের মাধ্যমে তা সম্ভব।”

Screenshot 2025-08-26 9.54.19 PM

কুনাল সরঙ্গি জানান, তিনি ইতিমধ্যেই ঝাড়খণ্ড বিধানসভার সমস্ত সদস্যকে অনুরোধ করেছেন যাতে এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার এবং বিসিসিআই-এর কাছে পাঠানো হয়। তাঁর বক্তব্য, “আমরা চাই, আন্তর্জাতিক অঙ্গনেও গুরুজির অবদান স্বীকৃতি পাক। সেই কারণেই স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ।”

উল্লেখ্য, ঝাড়খণ্ডে শিবু সোরেন কেবল রাজনৈতিক নেতা হিসেবেই নয়, জনজাতি সমাজের অন্যতম শ্রদ্ধেয় পথপ্রদর্শক হিসেবে পরিচিত। তাঁর দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন ও ঝাড়খণ্ড রাজ্যের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই তাঁকে জনমানসে “দিশোম গুরু” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই নামকরণ প্রস্তাব এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমর্থকরা মনে করছেন, এতে শিবু সোরেনের অবদানকে যথাযোগ্য সম্মান দেওয়া হবে। তবে বিরোধীদের মতে, ক্রীড়া অবকাঠামো ও স্টেডিয়ামের নামকরণ নিয়ে রাজনৈতিক রঙ মেশানো উচিত নয়।