Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/0aFuc1E6ZHRtZB3KPx1m.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালির ‘স্টিং অপারেশন’কে হাতিয়ার করে শনিবার ময়দানে নামে তৃণমূল। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি। নদিয়া থেকে শুভেন্দু অধিকারী বলেন, "ভাইপো, আইপ্যাক এবং পোর্টালের একজন এটা করেছেন। গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআইয়ের ডিরেক্টরকে ইমেলে অভিযোগ করেছেন।" অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। পাঁচ বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছে। আমাকে দিল্লিতে ইডি ডেকেছে নিরাপত্তা ছাড়া গিয়েছি। সিবিআই, ইডি কী করবে আমাকে জেলে ঢোকাবে? শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। ওঁর সিবিআইকে বলুন ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় যেন।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us