Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/wgipOWeTVSh079kJ0qKs.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) এখনও চূড়ান্ত রায় ঘোষণা হয়নি। এদিনের শুনানিতে মামলা নিয়ে স্টেস্টাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। 'স্টেটাস রিপোর্টে মামলা বিলম্বিত হয়, সোজা কেস ডায়েরি আনুন' সাফ জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজি কর শুনানিতে সিবিআই-কে নির্দেশ বিচারপতি ঘোষের। তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, তুললেন সে প্রশ্নও।