ভ্যাপসা গরমে আজ নাজেহাল হবেন শহরবাসী ! কি বলছে আজকের আবহাওয়া ?

দেখুন আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
FBGNM,

নিজস্ব সংবাদদাতা : আজ ২৯শে আগস্ট, ২০২৫ তারিখে কলকাতার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

APTOPIX-California-Heat-Wave-Weather-0_1719932518318_1735555978075

সকাল থেকে আবহাওয়া কিছুটা থমথমে থাকলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, যা দিনভর এক তীব্র অস্বস্তির সৃষ্টি করতে পারে। শহরের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হলেও তা তাপমাত্রা খুব বেশি কমাতে পারবে না বলে জানানো হয়েছে। ফলে আজ এক ভ্যাপসা গরমে আজ নাজেহাল হবেন শহরবাসী।

এই মুহূর্তে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় কোনও বড় দুর্যোগের পূর্বাভাস নেই। তবে স্থানীয়ভাবে হঠাৎ বৃষ্টি হতে পারে, তাই বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।