/anm-bengali/media/media_files/ilH8cguOagWujtIdmBdI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের কুণাল ঘোষের নিশানায় চিকিৎসক মহল। কেননা রাজ্য সরকারের সাথে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় বৈঠকেও মেলেনি কোনও সমাধান সূত্র। গতকাল অনেক রাত পর্যন্ত চলে বৈঠক। বৈঠকে প্রতিশ্রুতি পেলেও মিনিটস্ তার উল্লেখই করা হয়নি বলে জানান জুনিয়র চিকিৎসকেরা। স্বাভাবিক ভাবেই তারা জানিয়ে দেন কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে না। তাঁদের স্বাস্থ্য ভবনের সামনে ধর্না কর্মসূচী যেমন চলছে, তেমনই চলবে।
/anm-bengali/media/media_files/BmKm04tFaKoKiWFg9YDc.jpg)
আর তাঁদের এই সিদ্ধান্তের পরই ফের চিকিৎসকদের এক হাত নিলেন কুণাল ঘোষ। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, “আরজি করের সব দোষীর চরম সাজা হোক। সাফাই অভিযান হোক সিস্টেমের সর্বত্র। সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক, ওষুধ কোম্পানি, ডায়গোনেস্টিক সেন্টার, পেসমেকার ও সরঞ্জাম কোম্পানি, বিদেশভ্রমণ, বীমাসহ সর্বত্র। কেন মানুষের এত খরচ? টাকা যায় কোথায়? বিল বাড়ে কেন?” যদিও এতো কিছু বলার পরও কুণাল ঘোষ উল্লেখ করেছেন, সব চিকিৎসক এই তালিকায় পড়েন না।
RGKar. সব দোষীর চরম সাজা হোক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 19, 2024
সাফাই অভিযান হোক সিস্টেমের সর্বত্র। সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক, ওষুধ কোম্পানি, ডায়াগস্টিক সেন্টার, পেসমেকার ও সরঞ্জাম কোম্পানি, বিদেশভ্রমণ, বীমাসহ সর্বত্র। কেন মানুষের এত খরচ? টাকা যায় কোথায়? বিল বাড়ে কেন? ( কিছু Dr. এতে নেই)
তবে কুণাল ঘোষের এই আক্রমণ প্রথম নয়। এর আগেও বহুক্ষেত্রে এই আন্দোলনকে খোঁচা দিয়েছেন তিনি। তাই তাঁর এই আক্রমণগুলিকে গুরুত্ব দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকেরা।
পুলিশ প্রশাসনের গালে গালে
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2024
মারব চটি তালে তালে।
- দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত। pic.twitter.com/0bkNevvp3d
যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল। pic.twitter.com/rk4TbNQF0U
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2024