/anm-bengali/media/media_files/2025/08/26/whatsapp-image-2025-08-26-at-180920-2025-08-26-18-11-09.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে ফের রাস্তায় নামলেন মিড ডে মিল কর্মীরা। সোমবার শিয়ালদহ থেকে নবান্নের উদ্দেশে মিছিল শুরু হলেও নিউ মার্কেট থানার কাছে পৌঁছতেই তাঁদের আটকায় পুলিশ। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারিকেডের সামনে বসে পড়েন আন্দোলনকারীরা। অনেকে ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশের পক্ষ থেকে আগেই ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। তাতেই বাধা পান আন্দোলনকারীরা। ক্ষোভে ব্যারিকেডে উঠে পড়েন বহু মিড ডে মিল কর্মী।
মিছিল থেকে ক্ষোভ উগরে দিয়ে এক কর্মী বলেন, “আমরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের কথা শুনতে চাইছে না। ১০ মাস নয়, ১২ মাসের জন্য ভাতা চাই। আমাদের দমন করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আমরা রাস্তা ছাড়ব না। প্রয়োজনে ব্যারিকেড ভাঙব”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/26/whatsapp-image-2025-08-26-at-18090-2025-08-26-18-10-00.jpeg)
আরও এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন চাই। আমরা হাড়ভাঙা খাটুনি করি, অথচ উৎসবে ক্লাবগুলিকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের পুজোর বোনাস পর্যন্ত দেওয়া হচ্ছে না”।
একাধিক জেলা থেকে আসা হাজার হাজার মহিলা কর্মীর উপস্থিতিতে মিছিল ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কর্মীদের বচসায় থমকে যায় যান চলাচলও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us