আনন্দপুর থানা এলাকা থেকেই উদ্ধার তিন-তিনটি মৃতদেহ, পুলিশের মাথায় পড়লো হাত

প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করছে পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: আনন্দপুর থানা এলাকায় একদিনে তিনটি পৃথক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার তিনটি আলাদা জায়গা থেকে উদ্ধার হয় তিনজনের দেহ।

প্রথম ঘটনায়, একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক বার ডান্সারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দ্বিতীয় ঘটনায়, বাইপাসের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে প্রায় ৩০ ফুট উচ্চতা থেকে ঝুলতে দেখা যায়। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করছে পুলিশ।

publive-image

তৃতীয় ঘটনায়, নোনাডাঙার এক বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। এখানেও প্রাথমিক অনুমান আত্মহত্যা।

টানা তিনটি রহস্যমৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিটি ঘটনার তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ।