New Update
/anm-bengali/media/media_files/weea2WwmOMgwfxp7191p.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মিঠে রোদে দিন শুরু হলেও মঙ্গলবার জুড়ে আকাশে খেলা করবে তুলোর মতো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা দিনই থাকবে মেঘমেদুর পরিবেশ। দুপুর গড়ালে আকাশের রং বদলে মুখ ভার হতে পারে। সন্ধ্যার পর শহর ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৭০ শতাংশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/HTkjGtgvMhPge7Mnv9aE.jpg)
চলতি বছরে বাংলায় বৃষ্টিপাত মোটের উপর স্বাভাবিক হলেও, উত্তর ভারতের কয়েকটি রাজ্যে স্বাভাবিকের থেকে অনেক বেশি বর্ষণ হয়েছে। তবে কলকাতা ও আশপাশে প্রায় প্রতিদিনের মতোই বিকেল নামতেই মেঘ জমে ঝড়-বৃষ্টির দৃশ্য দেখা দিচ্ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us