/anm-bengali/media/media_files/2025/08/26/gzsghsyw8aied6z-2025-08-26-21-28-12.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সোমবার ‘বিকশিত রাজস্থান @ ২০৪৭’-এর রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “রাজ্যের সর্বাঙ্গীণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে আমাদের সরকার বাজেটে সবকটি ২০০টি বিধানসভা আসনের জন্য সমানভাবে বরাদ্দ রেখেছে। আমাদের সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এ বিশ্বাস করে। অন্যদিকে, পূর্বতন কংগ্রেস সরকার কমিশন ভিত্তিক কাজ করত। দুর্নীতি ও কুশাসনই ছিল তাদের শাসনের পরিচয়। যুবকদের স্বপ্নকে ভেঙে দেওয়া হয়েছিল বারবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। অথচ আমাদের দেড় বছরের শাসনকালে একটিও প্রশ্নপত্র ফাঁস হয়নি। সর্বোচ্চ মানের সুশাসনের সঙ্গে আমরা এগিয়ে চলেছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ‘গরিবি মুক্ত গ্রাম যোজনা’র মাধ্যমে ১০ হাজারেরও বেশি গ্রামে দরিদ্র পরিবারগুলোকে বিপিএল তালিকা থেকে মুক্ত করার লক্ষ্য নিয়েছি।”
/anm-bengali/media/post_attachments/855d5f31-8e4.png)
বিদ্যুৎ খাতের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগ করেন, “কংগ্রেস সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অথচ আমাদের সরকারে এসে ডিসকমগুলো এখন মুনাফার পথে হাঁটছে। কংগ্রেস সরকারের প্রতিটি সিদ্ধান্তই কমিশন নির্ভর ছিল, কিন্তু আমরা উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। বিদ্যুৎ ও পানীয় জলের ক্ষেত্রে নজিরবিহীন কাজ হয়েছে।” শর্মার দাবি, বিজেপি সরকার রাজ্যের স্বচ্ছ প্রশাসন, আর্থিক শৃঙ্খলা ও জনগণের আস্থাকে অটুট রাখতে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে।
Jaipur | While discussing the outline of Viksit Rajasthan @ 2047, Rajasthan CM Bhajanlal Sharma says, "... In view of the inclusive and all-round development of the state, our government has made provision for all 200 assembly constituencies in the budget without any… pic.twitter.com/rrJJptEwB0
— ANI (@ANI) August 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us