New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদ্দাতাঃ সিবিআইয়ের নতুন একটি তল্লাশি শুরু হয়ে গিয়েছে। ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে নতুন একটি মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে এই মামলার সঙ্গে জড়িত অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
The Central Bureau of Investigation is conducting raids in a new case related to alleged violations of the Foreign Contribution (Regulation) Act. As part of its preliminary investigation, the agency has questioned many people related to the case.
— ANI (@ANI) February 2, 2024