/anm-bengali/media/media_files/2025/09/23/552336071_726109677119735_3231185511599082679_n-2025-09-23-08-52-51.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইদানীং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি দেখেনি শহর। রাতভর বৃষ্টিতে কার্যত ডুবে গিয়েছে কলকাতা। রাস্তায় জল জমে বইছে স্রোতের মতো। এর মধ্যেই একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল শহরে।
নেতাজিনগরে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনার পর তাঁর দেহ দীর্ঘ সময় পড়ে রয়েছে জলমগ্ন রাস্তায়। শর্ট সার্কিটের আশঙ্কায় দমকলও ঘটনাস্থলে ঢুকতে পারেনি। ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে CESC-কে খবর দেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/13/FQV1nOo0Y4J2nipw72AQ.jpg)
অন্যদিকে, নেতাজিনগরের খবরের পাশাপাশি কালিকাপুর, বালিগঞ্জ প্লেস ও বেনিয়াপুকুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কোথাও জল জমে থাকায় দেহ উদ্ধার করতেও বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। শহরের একাধিক এলাকায় খোলা মিটার বক্স, ল্যাম্পপোস্ট থেকে ছেঁড়া তার আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।
বাসিন্দাদের অভিযোগ, শহরের রাস্তাঘাটে জমা জল এখন কার্যত ‘মৃত্যুফাঁদ’। কোথায়, কখন বিপদ অপেক্ষা করছে, তা কেউই বলতে পারছেন না। এমন ভয়াবহ পরিস্থিতি সুদূর অতীতেও দেখেনি কলকাতা, বলেই মত স্থানীয়দের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us