/anm-bengali/media/media_files/2025/09/23/heavy-rains-in-kolkata-1-2025-09-23-08-09-58.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোর থেকে তুমুল বৃষ্টি আর তার সঙ্গে তীব্র যানজটে বিপর্যস্ত হল শহরবাসী। রাতভর বৃষ্টির জেরে এদিন সকালে কলকাতার একাধিক সড়ক কার্যত জলমগ্ন হয়ে যায়। থইথই অবস্থা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত তিন ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে থাকে। হাওয়া অফিস মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের জন্য জারি করেছে লাল সতর্কতা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-073249-2025-09-23-08-08-59.jpeg)
বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও তার আশপাশের জেলাগুলিতে। প্রভাবিত হয়েছে হাওড়া ও হুগলিও। এছাড়াও দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
নিকাশি পাম্পিং স্টেশনগুলির হিসাবে দেখা গিয়েছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত কামডহরিতে ৩৪০ মিমি, তপসিয়া ও বালিগঞ্জে ২৮৪ ও ২৭৯ মিমি, মানিকতলায় ১৮৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে ভেসে যায় উল্টোডাঙা ও কাঁকুড়গাছি সংলগ্ন এলাকাও।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-075702-2025-09-23-08-06-34.jpeg)
সব মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুজোর আগমুহূর্তে দুর্যোগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-07347-2025-09-23-08-09-32.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us