জিএসটির নতুন হার, কি বলছেন রাজু বিস্ত?

জিএসটিতে এই ছাড় সকলের উপকার করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GST

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ থেকে কার্যকর হয়ে গেল নতুন জিএসটি হার। এই সম্পর্কে বিজেপি সাংসদ রাজু বিস্ত এদিন বলেন, "শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদী এবং নির্মলা সীতারমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জিএসটিতে এই ছাড় সকলের উপকার করেছে। এটি ভারতের সবচেয়ে বড় সংস্কার। জনসাধারণ এর দ্বারা সরাসরি উপকৃত হবেন"।

raju bistaqo.jpg