/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ছট পুজো মিটতেই শুরু হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025)। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার তিন দফায় ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। আগামী সপ্তাহেই বিহার সফরে যাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই সফরের পরই আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ছট পুজো। উৎসবের মরশুম শেষ হলেই ভোট প্রক্রিয়া শুরু হবে। সম্ভাবনা রয়েছে, ৫ থেকে ১৫ নভেম্বর-এর মধ্যে বিহারে ভোটগ্রহণ হবে। কারণ, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বরের মধ্যে। তার আগেই ভোট মিটিয়ে নতুন সরকার গঠন করতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/hrLrfojUYvMxYMUYNzIv.jpg)
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতেই আসছেন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটার তালিকার হালনাগাদ কাজ, বিশেষত SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল তিনি খতিয়ে দেখবেন। আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে সেই তালিকা। তবে এরই মধ্যে খসড়া তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে তীব্র রাজনৈতিক তরজা চলছে, এমনকি বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালত জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হলে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও পুরো প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০১৫ সালে ৫ দফায় এবং ২০২০ সালে ৩ দফায় ভোট হয়েছিল বিহারে। এবারও তিন দফায় ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা নিয়েই জোর জল্পনা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us