ছত্তিশগড়ে নকশাল দমন অভিযানে বড় সাফল্য ! কি বললেন মুখ্যমন্ত্রী ?

কি বললেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ?

author-image
Debjit Biswas
New Update
naxal leaders

নিজস্ব সংবাদদাতা :  আজ ছত্তিশগড়ের নারায়ণপুরে নকশালদের সঙ্গে সেনাবাহিনীর জওয়ানদের এনকাউন্টারে দুই শীর্ষ নকশাল সদস্য নিহত হয়েছেন। আর এবার এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জওয়ানদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

vishnu deo saiqw1.jpg

তিনি বলেন,''নকশালদের বিরুদ্ধে আমাদের এই অভিযানে আমাদের জওয়ানরা ক্রমাগত সাফল্য পাচ্ছে। আজ দুই সি.সি. সদস্যকে নিস্ক্রিয় করা হয়েছে। আমি জওয়ানদের এই সাহসিকতাকে স্যালুট জানাই।" পুলিশ সূত্রে খবর, এই দুই নকশাল সদস্য নকশালদের কেন্দ্রীয় কমিটির (CC) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং বহু নাশকতামূলক কাজে জড়িত ছিলেন। মুখ্যমন্ত্রী দাবি করেন যে, সরকার নকশালবাদ নির্মূলে বদ্ধপরিকর এবং এই অভিযান ভবিষ্যতেও চলবে।