এটি শেষ ‘মেঘভাঙা’ বৃষ্টি নয়, সবে শুরু হল ভয়ঙ্কর দুর্যোগ

আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েক ঘণ্টায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloud burst

File Picture

নিজস্ব সংবাদদাতা: উৎসব মুখর শহরে হঠাৎ নেমে এল বিপর্যয়। মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মহানগর। আবহবিদদের ভাষায়, এদিন কলকাতায় দেখা গেল পাহাড়ি মেঘভাঙা বৃষ্টির চিত্র। সাধারণত টানা এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিকে বলা হয় ‘ক্লাউডবার্স্ট’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার ৭টি জায়গায় একটানা ঘণ্টাখানেক ধরে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় আবার দু’-তিন ঘণ্টায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সোমবার রাত থেকেই বৃষ্টির আনাগোনা শুরু হয় শহরে। মধ্যরাত পেরোতেই তীব্র বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘগর্জনের সঙ্গে বৃষ্টি আরও বেড়ে যায়। ভোর হতেই আকাশ যেন ফেটে জল ঝরতে শুরু করে। সকাল সাড়ে ৬টার পর থেকে বৃষ্টির দাপট খানিক কমলেও আবহবিদরা সতর্ক করেছেন, এটি কেবল অস্থায়ী বিরতি। আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েক ঘণ্টায়।

Heavy-rains-in-Kolkata-1

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপই এই দুর্যোগের মূল কারণ। সেই নিম্নচাপের জেরেই মঙ্গলবার ভেসে যায় কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সংলগ্ন হাওড়া ও হুগলির ওপরেও কিছুটা প্রভাব পড়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা—যেমন দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া—তুলনায় অনেক কম বৃষ্টি পেয়েছে।

বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট, রেল পরিষেবা ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। জল জমে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সক্রিয় থাকায় কলকাতায় অন্তত আগামী কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি চলতে পারে।