জুবিন গর্গের মৃত্যুর কারণ খুঁজতে সিঙ্গাপুর পাড়ি দেবে আসাম পুলিশ

'আমি নিজে জুবিন গর্গের একজন বড় ভক্ত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
zubeene-ezgif.com-effects

File Picture

নিজস্ব সংবাদদাতা: গায়ক জুবিন গর্গের মৃত্যুতে এবার উঠে আসছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে গায়কের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। এবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিলেন আরও এক তথ্য। এদিন তিনি বলেন, “অসম পুলিশের একটি দল শীঘ্রই সিঙ্গাপুর যাবে এবং প্রমাণ সংগ্রহ করবে। আমি নিজে জুবিন গর্গের একজন বড় ভক্ত। ১১তম দিন এবং ১৩তম দিনে উদযাপন করা হবে। ১৩তম দিনের অনুষ্ঠান জোড়হাটে অনুষ্ঠিত হবে। আগামী ৫০ বছরে আসাম জুবিন গর্গের মতো আর কোনও সম্পদ পাবে না। ডঃ ভূপেন হাজারিকার পর, আসাম জুবিন গর্গের মতো সম্পদ পেল”।

himanta biswa sharmaqw1.jpg