BREAKING: জোশের সঙ্গে হুঁশ- সেনাদের মাঝে বলিষ্ঠ কণ্ঠে প্রতিরক্ষা মন্ত্রী!

কি বার্তা দিলেন মন্ত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
rajnath1

নিজস্ব সংবাদদাতা: বাদামিবাগ সেনানিবাসে হাজির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন, "সেনাদের সৌর্যকে প্রণাম। দেশের বাহাদুর জওয়ানদের কুর্নিশ। মোদীর নেতৃত্বে অপারেশন সিঁদুরে দেশ গর্বিত। সীমান্তের ওপারে পাকিস্তানের চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শত্রুপক্ষকে নাস্তানাবুদ করে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন তাতে গোটা দেশ গর্বিত। জোশের সঙ্গে হুঁশও দেখিয়েছেন আপনারা। সন্ত্রাসের বিরুদ্ধে অনেক দূর পর্যন্ত যেতে পারে দেশ। অপারেশন দেখিয়েছে, আমরা শুধু আত্মরক্ষা করি না প্রয়োজনে পদক্ষেপও নিই"।

Operation sindoor