/anm-bengali/media/media_files/2025/09/14/india-pakistan-match-boycott-2025-09-14-22-57-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারত–পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ ঘিরে দিল্লিতে নতুন বিতর্ক। রবিবার দিল্লি আপ প্রধান সৌরভ ভরতদ্বাজ দাবি করেন, রাজধানীর এক হোটেল তাঁদের বয়কটের আহ্বান মেনে মাঝপথেই ম্যাচের সম্প্রচার বন্ধ করে দেয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, কন্ডলি আসনের আপ বিধায়ক কুলদীপ কুমার জাতীয় পতাকা হাতে সমর্থকদের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে আসছেন। সবাই একসঙ্গে স্লোগান দিচ্ছেন—“পাকিস্তান মুর্দাবাদ।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/13/india-pakistan-match-s-2025-09-13-12-38-46.jpg)
এই ভিডিও পোস্ট করে ভরতদ্বাজ লেখেন, “সাহসী বিধায়ক কুলদীপ কুমার এবং দেশপ্রেমিক সহকর্মীরা ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট করেছেন। হোটেল মালিকও তাঁদের সঙ্গে একমত হয়ে সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। ধন্যবাদ সেই হোটেল মালিককে—যিনি বিজেপি সরকারের থেকেও বেশি সংবেদনশীল প্রমাণিত হলেন।”
আরও একটি পোস্টে সৌরভ ভরতদ্বাজ কনট প্লেসে আপ কর্মীদের প্রতিবাদের ছবি শেয়ার করেন। সেখানে তিনি দাবি করেন, এই ম্যাচ খেলা হচ্ছে ভারতের সম্মান ও জনগণের আবেগের বিরুদ্ধে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us