/anm-bengali/media/media_files/nzRZMXssX2Z8mZwmVOY9.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে দিল্লি থেকে লখনউ যাচ্ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। ফ্লাইট নম্বর 6E-2111–এ মোট ১৫১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। রানওয়ে থেকে উড়ান ভরার আগেই যান্ত্রিক সমস্যায় থমকে যায় বিমানটি।
ঘটনাটি ঘটে সকাল প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, বিমানটি ঠিক মতো উড়তে পারছিল না। তখনই পাইলটরা তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষে বিমানটিকে সম্পূর্ণ থামিয়ে দেন। ফলে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/WSl2NUlDI5zAke0QW8aS.webp)
পরে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং অন্য একটি বিমানে তাঁদের গন্তব্যে পাঠানো হয়। বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের কাছে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বিমানটি রানওয়েতে এগোতে পারছিল না বলেই জরুরি ব্রেক কষতে বাধ্য হন পাইলটরা। ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us