/anm-bengali/media/media_files/RNVvZDwnxSvc7FutGXNn.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি কৃতিত্ব দিলেন দেশের সেনা ও বিশেষ বাহিনীকে। তাঁর দাবি, একের পর এক পাল্টা আঘাতে রাশিয়ার সীমান্ত, যুদ্ধক্ষেত্র, এমনকি রাশিয়ার ভেতরেও ভয়াবহ ক্ষতি হচ্ছে।
জেলেনস্কি বলেন, “আজ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব যোদ্ধাদের, যারা রাশিয়াকে প্রবল ক্ষতির মুখে ফেলছে। ফ্রন্টলাইনে ক্ষতি, সীমান্তে ক্ষতি, আর আমাদের দূরপাল্লার হামলায় রাশিয়ার নিজের ভেতরে ক্ষতি।”
তিনি আরও স্পষ্ট জানিয়ে দেন, সবচেয়ে কার্যকর নিষেধাজ্ঞা হল রাশিয়ার তেল শিল্পকে ধ্বংস করা। তাঁর কথায়, “সবচেয়ে দ্রুত কাজ করে যে নিষেধাজ্ঞা, তা হল রাশিয়ার তেল পরিশোধনাগার, টার্মিনাল ও ডিপোতে আগুন লাগা। রাশিয়ার তেল শিল্পকে সীমিত করা মানে তাদের যুদ্ধ ক্ষমতাকে সীমিত করা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1nEJWvkB3t7v6K5e8ucA.jpg)
প্রেসিডেন্ট জানান, রাশিয়ার যুদ্ধযন্ত্র আসলে টিকে আছে তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি সম্পদের ওপর। আর সেখানেই আঘাত হেনেছে ইউক্রেন। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন দেশের নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিটকে। কারণ সম্প্রতি বাল্টিক সাগরের তীরে প্রিমোর্স্কে রাশিয়ার সবচেয়ে বড় তেল টার্মিনালে ভয়াবহ আঘাত করেছে ইউক্রেন। জেলেনস্কির দাবি, ক্ষয়ক্ষতি নিশ্চিত, সব যাচাই হয়ে গিয়েছে, আর সেটা শত্রুর কাছে “প্রকৃত ও স্পষ্ট বার্তা।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us