ডানপন্থী দাঙ্গাবাজদের কাছে আত্মসমর্পণ নয়! লন্ডনের অগ্নিগর্ভ পরিস্থিতিতে স্টারমারের হুঁশিয়ারি

লন্ডনে অভিবাসন-বিরোধী বিক্ষোভের পর কড়া হুঁশিয়ারি, প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনওভাবেই আত্মসমর্পণ নয়।

author-image
Tamalika Chakraborty
New Update
uk pm


নিজস্ব সংবাদদাতা: লন্ডনের রাস্তায় এক লক্ষেরও বেশি মানুষের বিক্ষোভের পর এবার সরাসরি কঠোর অবস্থান নিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যুক্তরাজ্য কোনওদিনই ডানপন্থী দাঙ্গাবাজদের কাছে মাথা নত করবে না। জাতীয় পতাকার আড়ালে হিংসার রাজনীতি যারা করছে, পুলিশকে আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি।

london

স্টারমার আরও একধাপ এগিয়ে বলেন, “ইংল্যান্ডের লাল-সাদা পতাকা আমাদের বহুত্ববাদী, বৈচিত্র্যময় দেশকে প্রতিনিধিত্ব করে। কোনও অবস্থাতেই আমি মেনে নেব না, যদি কারও ত্বকের রঙ বা পারিবারিক পটভূমির কারণে তাঁকে নিশানা বানানো হয়।”

তাঁর এই বার্তা কার্যত ডানপন্থী উগ্রপন্থীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি, এবং একই সঙ্গে সংখ্যালঘু ও অভিবাসীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। বিক্ষোভ-পরবর্তী উত্তপ্ত আবহে স্টারমারের এই স্পষ্ট অবস্থান ঘিরে এখন তীব্র চর্চা শুরু হয়েছে গোটা ব্রিটেনে।