রিং রোডে বিএমডব্লিউ-র ধাক্কায় মৃত্যু অর্থ মন্ত্রকের আধিকারিকের! নেপথ্যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের আশঙ্কা

রিং রোডে বিএমডব্লিউ-র ধাক্কায় অর্থ মন্ত্রকের আধিকারিকের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
central officer

নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে রিং রোডে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের ডেপুটি সেক্রেটারি নভজোৎ সিং (বাসিন্দা: পশ্চিম দিল্লির হরিনগর) মোটরবাইকে যাচ্ছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। আচমকাই পেছন থেকে একটি বিএমডব্লিউ গাড়ি তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান নভজোৎ সিং, গুরুতর জখম হন তাঁর স্ত্রী।

দুর্ঘটনাটি ঘটে দুপুর নাগাদ, ধৌলা কুয়াঁ ও দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের মাঝামাঝি, ৬৭ নম্বর পিলারের কাছে। ওই সময় পুলিশকে টানা তিনটি ফোন আসে ভয়াবহ যানজটের খবর দিয়ে। দল গিয়ে দেখে রাস্তায় উল্টে পড়ে আছে বিএমডব্লিউ গাড়ি, তার পাশেই পড়ে রয়েছে মোটরবাইকটি।

dead

চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মহিলাই বিএমডব্লিউ চালাচ্ছিলেন এবং তাঁর পাশে বসেছিলেন স্বামী। তাঁরাই দুর্ঘটনার পর আহত দম্পতিকে হাসপাতালে নিয়ে যান। তবে প্রশ্ন উঠেছে—কেন কাছের হাসপাতালে না নিয়ে প্রায় ১৭ কিলোমিটার দূরের জিটিবি নগরের নিউলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হল? এই বিষয়টি ঘিরেই এখন নানান জল্পনা শুরু হয়েছে।