এক মাসে হামাসের টার্গেটেড কিলিং—ইউসুফ জুমাসহ হামাসের একাধিক শীর্ষস্থানীয় নেতা খতম

ইসরায়েল জানিয়েছে, গত এক মাসে ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড হামাস নেতা নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
hamas leader

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল জানিয়েছে, গত এক মাসে তাদের সেনারা গাজায় কমপক্ষে ২০ জনের বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। নিহতদের মধ্যে কয়েকজন ফিল্ড কমান্ডার এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের ভয়াবহ হামলার মূল নায়ক এক সেল লিডারও রয়েছে।

৭ অক্টোবর, ২০২৩—ইতিহাসের ভয়ঙ্কর দিন। ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১,২০০ মানুষকে হত্যা করে এবং আরও ২৫০ জন সাধারণ মানুষকে জিম্মি করে নিয়ে যায়।

Israel Army

রবিবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, নিহতদের মধ্যে একজন হলো ইউসুফ মাহমুদ মোহাম্মদ জুমা, যে কুখ্যাত হামাস সেল লিডার হিসেবে কিব্বুত্স আলুমিমে ঢুকে হামলায় অংশ নিয়েছিল।

ইসরায়েলের দাবি, এই অভিযানে ধারাবাহিকভাবে হামাসের শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা লেগেছে এবং সন্ত্রাসীদের নেতৃত্বে ভয়াবহ ভাঙন ধরেছে।