পর্যটনে ভারতের ভাবমূর্তি ঝাপসা করছে মহিলাদের নিরাপত্তাহীনতা—সতর্ক করলেন শশী থারুর

নারী সুরক্ষা ইস্যুতে ভারতের ভাবমূর্তি দিনে দিনে খারাপ হচ্ছে বলে অভিযোগ করলেন শশী থারুর।

author-image
Tamalika Chakraborty
New Update
shashi tharoor

নিজস্ব সংবাদদাতা: দেশের পর্যটন খাতে দ্রুত সংস্কারের দাবি তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। শনিবার মুম্বইয়ে স্কাল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, ভারতের আতিথেয়তা পরিকাঠামোয় বড়সড় ঘাটতি রয়েছে এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

থারুর বলেন, “আমাদের দেশের ইমেজ হয়েছে—ভারত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই ভাবমূর্তি বদলাতে হবে। আমাদের কিছু করতেই হবে। পর্যটন এলাকায় আরও বেশি সংখ্যক মহিলা পুলিশ মোতায়েন করা জরুরি।”

shashi tharoor aq1.jpg

তিনি জোর দিয়ে বলেন, পর্যটন শুধু দেশের সৌন্দর্য তুলে ধরার মাধ্যম নয়, বরং অর্থনীতিরও বড় ভরসা। তাঁর মতে, পর্যটন খাত কর্মসংস্থান বাড়ায়, সরকারের আয় বৃদ্ধি করে এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। তাই এই খাতে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার দিকেও নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন।