BREAKING : ৬ বার জনগণনা করেছে কংগ্রেস ! জাতিগত জনগণনা নিয়ে কংগ্রেসকে দুষলেন প্রহ্লাদ জোশি

কি বললেন প্রহ্লাদ জোশি ?

author-image
Debjit Biswas
New Update
RAHUL GANDHI

নিজস্ব সংবাদদাতা : এবার জাতিগত জনগণনা প্রসঙ্গে ফের একবার কংগ্রেসকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। তিনি বলেন,''কংগ্রেস সরকার ছয়বার জনগণনা করেছে, তাহলে তারা তাদের আমলে জাতিগত জনগণনা করেনি কেন ? তাদের নেতারাই তো এর বিরোধিতা করেছিলেন। কাকা কালেলকরের রিপোর্ট তো তারা চোখেই দেখেনি, তা খতিয়ে দেখা হয়েছে এখন মোদি সরকারের সময়।''

prahlad joshi.jpg