/anm-bengali/media/media_files/2024/10/24/Hw8397HcnOX88D8b6qCD.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরজীবন এবার প্রভাব ফেলল বিমান পরিষেবাতেও। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে একাধিক উড়ান দেরিতে ছাড়ে। তবে আশ্চর্যের বিষয়, বিমানবন্দরের ভিতরে তেমন কোনও সমস্যা না থাকলেও মূল কারণ হিসেবে উঠে এসেছে পাইলটদের দেরি।
বিমানবন্দর সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় যানজট ও জল জমে যায়। তার জেরেই নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছতে পারেননি একাধিক উড়ানের পাইলট। ফলে যাত্রীদের বসে থাকতে হয়েছে বিমানবন্দরে।
বিমানবন্দরে নামতে ও ছাড়তে থাকা উড়ানগুলির ক্ষেত্রে প্রযুক্তিগত বা আবহাওয়াজনিত কোনও বাধা না থাকলেও, পাইলটদের দেরিতে পৌঁছনোয় শিডিউল ব্যাহত হয়। নির্ধারিত সময়ের তুলনায় অনেক উড়ানই দেরিতে ছাড়তে শুরু করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/08/1000200799-896838.jpg)
যাত্রীদের একাংশের অভিযোগ, বিমান সংস্থা থেকে সময়মতো স্পষ্ট তথ্য না দেওয়ায় তাঁদের সমস্যার মুখে পড়তে হয়েছে। অনেকেই সংযোগকারী উড়ান ধরতে পারেননি এই বিলম্বের কারণে।
অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাইলট ও ক্রু সদস্যরা দেরিতে পৌঁছলেও দ্রুত পরবর্তী উড়ানগুলিকে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us