/anm-bengali/media/media_files/2025/09/23/552336071_726109677119735_3231185511599082679_n-2025-09-23-08-52-51.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উৎসব মুখর শহরে হঠাৎ নেমে এল বিপর্যয়। পুজোর দ্বিতীয়াতেই যেন ঘনিয়ে এলো দুর্যোগ। এবার নাকি মায়ের দোলায় আগমন, আর যার ফল হাতেনাতে পেয়ে গেল শহরবাসী। মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মহানগর। হাওয়া অফিসের কথায়, এদিন কলকাতায় দেখা গেল পাহাড়ি মেঘভাঙা বৃষ্টির চিত্র। সাধারণত টানা এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিকে বলা হয় ‘ক্লাউডবার্স্ট’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার ৭টি জায়গায় একটানা ঘণ্টাখানেক ধরে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় আবার দু-তিন ঘণ্টায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ফলে জলযন্ত্রণা সর্বত্র।
রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে গোটা শহর জুড়েই। কোথায় কত বৃষ্টি হল, এবার এক নজরে দেখে নিন –
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-073249-2025-09-23-08-08-59.jpeg)
কামডহরি(গড়িয়া)- ৩৩২ মিলিমিটার
যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার
কালিঘাট- ২৮০.২ মিলিমিটার
তপসিয়া- ২৭৫ লিমিমিটার
বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার
চেতলা- ২৬২ মিলিমিটার
মোমিনপুর- ২৩৪ মিলিমিটার
চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার
পামার বাজার- ২১৭ মিলিমিটার
ধাপা- ২১২ মিলিমিটার
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিলিমিটার
উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার
কুঁদঘাট- ২০৩.৪ মিলিমিটার
পাগলাডাঙ্গা (ট্যাংরা)- ২০১ মিলিমিটার
কুলিয়া (ট্যাংরা)- ১৯৬ মিলিমিটার
ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us