New Update
/anm-bengali/media/media_files/neCCpqzqveULM9Sz8aLZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃবহু অপেক্ষার পর নিজের জন্মভূমিতে ফিরেছেন ভগবান শ্রীরাম। রাম নবমী উপলক্ষ্যে গতকাল রাত থেকেই অযোধ্যায় রাম মন্দিরে ভিড় জমেছে ভক্তদের। রামনবমীতে অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অযোধ্যা রেঞ্জের আইজি প্রবীণ কুমার বলেন, “আগে থেকেই ব্যবস্থা করা হয়েছে, আমরা অঞ্চলগুলিকে দুটি সেক্টরে ভাগ করেছি। ভোর সাড়ে তিনটে নাগাদ রাম মন্দিরে শুরু হয়েছে 'দর্শন'।”
#WATCH | UP: On security arrangements in Ayodhya on #RamNavami, Praveen Kumar, IG, Ayodhya Range says, " Arrangements have been done since earlier, we have divided the areas into two sectors...at 3:30 am, 'Darshan' have started at Ram temple..." pic.twitter.com/oH617ByA9D
— ANI (@ANI) April 17, 2024