/anm-bengali/media/media_files/ZLhFNPB46thVRNFfgZJ5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। এদিকে অযোধ্যার রাম মন্দিরে রামলালার নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত তিনি ১১ দিনের বিশেষ 'অনুষ্টণ' (আচার) শুরু করবেন বলে শুক্রবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ঐতিহাসিক' ও 'শুভ' অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে তিনি সৌভাগ্যবান।প্রধানমন্ত্রী এক অডিও বার্তায় বলেন, ‘অযোধ্যায় রামলালার প্রাণপ্রাতিষ্ঠা অনুষ্ঠানের আর মাত্র ১১ দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হব। প্রভু আমাকে পবিত্রতার সময় সমস্ত ভারতীয়দের প্রতিনিধিত্ব করার জন্য একটি মাধ্যম বানিয়েছেন। এই বিষয়টি মাথায় রেখে আমি আজ থেকে ১১ দিনের একটি বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই।‘ ১১ দিন ধরে উপোস করে থাকবেন মোদী।
अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं।
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
मेरा सौभाग्य है कि मैं भी इस पुण्य अवसर का साक्षी बनूंगा।
प्रभु ने मुझे प्राण प्रतिष्ठा के दौरान, सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है।
इसे ध्यान में रखते हुए मैं आज से 11 दिन का विशेष…