New Update
/anm-bengali/media/media_files/5nJz2Xpv72bXXo2hGhv8.jpg)
নিজস্ব সংবাদদাতা: ‘অযোগ্যদের’ পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই নিয়ে এবার স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। SSC-র আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন যে যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার ‘অযোগ্য’ প্রার্থীদের নির্বাচন করা হয়েছে, তাহলে কমিশনকে কড়া সমালোচনার মুখে পড়তে হবে।
SSC-র আইনজীবীকে বিচারপতি বলেন যে তাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। তাই যদি ওই প্রার্থীদের একজনকেও ছাড় দেওয়া হয় তাহলে তার ফল ভুগতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/31/wNe7d9MckOzr0M2nneQa.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us