SSC Breaking: SSC-কে ফল ভুগতে হবে'! জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

SSC-র আইনজীবীকে বিচারপতি সতর্ক করলেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা: ‘অযোগ্যদের’ পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই নিয়ে এবার স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। SSC-র আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন যে যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার ‘অযোগ্য’ প্রার্থীদের নির্বাচন করা হয়েছে, তাহলে কমিশনকে কড়া সমালোচনার মুখে পড়তে হবে।

SSC-র আইনজীবীকে বিচারপতি বলেন যে তাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। তাই যদি ওই প্রার্থীদের একজনকেও ছাড় দেওয়া হয় তাহলে তার ফল ভুগতে হবে।

1573657162supreme-court-of-india
ফাইল চিত্র