বয়কট করুন মার্কিন পণ্য ! ট্রাম্পের শুল্কের বিরোধীতায় গর্জে উঠলেন রামদেব

কি বললেন বাবা রামদেব ?

author-image
Debjit Biswas
New Update
ramdev gh1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ৫০ শতাংশের শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই গর্জে উঠলেন যোগগুরু বাবা রামদেব। রামদেব বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, তাকে ভারতীয় নাগরিকদের একটি রাজনৈতিক গুণ্ডামি এবং স্বৈরাচার হিসেবে দেখা উচিত। এই কারণে সমস্ত মার্কিন পণ্যগুলিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা উচিত। আমেরিকান কোম্পানি ও ব্র্যান্ডগুলিকে সম্পূর্ণভাবে বয়কট করা হোক।"

ramdev gh.jpg

এরপর তিনি বলেন,''পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে যেন একজনও ভারতীয়কে দেখতে না পাওয়া যায়,ঠিক  এমনই বিশাল বয়কট হওয়া উচিত। যদি এমনটা হয়, তাহলে আমেরিকায় এক চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তখন আমেরিকার মুদ্রাস্ফীতি এমনভাবে বাড়বে যে ট্রাম্প নিজেই এই শুল্ক প্রত্যাহার করতে বাধ্য হবেন। ভারতের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প একটি বড় ভুল করেছেন।"