১০০০০ ইয়াবা-সহ ৬ কোটি টাকার মাদক উদ্ধার আসামে ! গ্রেপ্তার ৪

বড় মাদকচক্রের পর্দাফাঁস আসামে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৬৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করলো আসাম পুলিশ। এই ঘটনার পর মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল পরিমান মাদকের মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। 

drugs ert.jpg

পুলিশ সূত্রে জানা গেছে, এই পাচার চক্রটি অনেকদিন ধরেই আসাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় আছে। এই বিপুল পরিমাণ মাদক শহরের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ৬ কোটি টাকা। গ্রেপ্তার হওয়া এই চারজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল হোতা এবং আরও কারা এই পাচারের সঙ্গে জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের তরুণ প্রজন্মকে মাদকের নেশা থেকে রক্ষা করতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।