BREAKING: এবার তৃণমূল বিধায়কের পিসি! আজই তলব করল ED

ইডির স্ক্যানারে বিধায়কের পিসি।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: আজ মুশিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব করেছে যদি। SSC-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলরকে তলব করা হল বলে জানা গেছে। সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁইথিয়ার বাড়ি থেকে বেরিয়ে যান বড়ঞার তৃণমূল বিধায়কের পিসি।

১১.৩৫ নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলেন। 

jiban krishna das