New Update
/anm-bengali/media/media_files/2E1c4twxBWBIvq9e51XH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোট সরকার গড়ছে না। তারা মানুষের জন্যে কাজ করবে। গতকালকের বৈঠকে এই বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও থেকে যাচ্ছে বেশ কিছু সমীকরণ। এনডিএ-কে চাপে রাখতে এই সমীকরণ গুলিই এখন হাতিয়ার হবে।
সেই সমীকরণ নিয়েই আলোচনা করতে তৃণমূল জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা ডেরেক ও'ব্রায়েন আজ পৌঁছে গেলেন অখিলেশ যাদবের বাসভবনে। দিল্লিতে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদবের বাসভবনে আজ বৈঠক সারলেন তৃণমূলের দুই শীর্ষ নেতা।
#WATCH | TMC national general secretary Abhishek Banerjee and party leader Derek O'Brien arrive at the residence of Samajwadi Party (SP) chief Akhilesh Yadav, in Delhi. pic.twitter.com/6JZ4jON6Yt
— ANI (@ANI) June 6, 2024