/anm-bengali/media/media_files/jdpkxF5IykEtEeVSplYm.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ কমিউনিকেশনস জয়রাম রমেশ বলেছেন, "প্রধানমন্ত্রীর পুরো প্রচারণার মূল ভিত্তি হিন্দু-মুসলমান। এটা সবাই জানে এবং সবাই দেখেছে। আজ তিনি বলছেন, হিন্দু-মুসলিম রাজনীতি করলে তিনি জনজীবন যাপনের যোগ্য নন। হ্যাঁ, আপনি ফিট নন। এমন একজন প্রধানমন্ত্রী যিনি ভুল করেও সত্য কথা বলেন না। 'সত্যমেব জয়তে' আমাদের জাতীয় প্রতীকের নীচে লেখা আছে। তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাঁর মূলমন্ত্র 'অসত্যমেব জয়তে'। ধোঁকাবাজি আর শাসন। উনি একটা ব্লাফমাস্টার।"
#WATCH | Ranchi, Jharkhand: Congress General Secretary in-charge Communications, Jairam Ramesh says, "...PM's entire campaign has been based on Hindu-Muslim. Everyone knows it and everyone has seen it. Today, he says that if he does Hindu-Muslim politics, he is not fit to lead a… pic.twitter.com/bIdjzECp1R
— ANI (@ANI) May 15, 2024