/anm-bengali/media/media_files/QHxphjoNBop1tM3PQ98o.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর টানেল ধসের ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনও মেলেনি সঠিক তথ্য। কি কারণে ঘটল এই ঘটনা, তা জানেন না কেউই। আপাতত সকলের ফোকাস আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করা। সেই কাজই করে যাচ্ছে বিভিন্ন তদন্তকারী দল।
এরই মধ্যে অবাক তত্ত্ব তুলে ধরলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, যে এই ঘটনার তদন্ত করা হবে কিনা? তাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "অবশ্যই সমস্ত সন্দেহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন আপাতত গুরুত্বপূর্ণ বিষয় হল টানেলের ভিতরে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে আনা। সেই কাজ সম্পন্ন হলেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে”। তবে কি এই ঘটনা প্রাকৃতিক কোনও কারণে ঘটেনি? এই ঘটনা কি মানুষের ভুলে ঘটেছে?
#WATCH | When asked if the Uttarkashi tunnel incident will be investigated in the time to come, Uttarakhand CM Pushkar Singh Dhami says, "Action will definitely be taken against all suspicions but right now the priority is for all workers to come out safely..." pic.twitter.com/0bI4F6wUho
— ANI (@ANI) November 21, 2023