/anm-bengali/media/media_files/rPmVF1su9yLshn2QgDH3.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শুরু হল জি-২০ সম্মেলন। আর সম্মেলনের উদ্বোধনী ভাষণেই একসাথে চলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন G-20 সামিটের শুরুতেই প্রধানমন্ত্রী মোদি বলেন "আজ, G-20-এর সভাপতি হিসাবে, ভারত বিশ্বকে একত্রে আস্থা ও নির্ভরতার মধ্যে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছে৷ এই সময় আমাদের সকলের একসঙ্গে চলার৷ এইবার 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' মন্ত্র আমাদের জন্য মশাল বাহক হতে পারে। সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, জ্বালানি বা জল সুরক্ষা, আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এর একটি কঠিন সমাধান খুঁজে বের করতে হবে আমাদের সকলকে। আর তার জন্যে সকলকে একত্রে কাজ করতে হবে”।
#WATCH | G 20 in India | PM Modi at the G 20 Summit says "Today, as the president of G 20, India calls upon the world together to transform the global trust deficit into one of trust and reliance. This is the time for all of us to move together. In this time, the mantra of 'Sabka… pic.twitter.com/vMWd9ph5nY
— ANI (@ANI) September 9, 2023