New Update
/anm-bengali/media/media_files/pAdrSRmUTWIOUppYm7sS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ দিল্লির সরকারের বাজেট পেশের দিন। দিল্লি সরকার অর্থাৎ আপ সরকারের ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষের বাজেট অধিবেশন পেশ করা হচ্ছে। দিল্লি বিধানসভায় কেজরিওয়াল সরকারের দশম বাজেট পেশ করলেন দিল্লির অর্থমন্ত্রী অতিশী।
দিল্লির পররাষ্ট্রমন্ত্রী অতিশী বলেন, " আজ আমি কেবল কেজরিওয়াল সরকারের দশম বাজেট উপস্থাপন করছি না, আমি গত দশ বছরে দিল্লির পরিবর্তিত চিত্রও তুলে ধরব। ''
#WATCH | Delhi Finance Minister Atishi presents the 10th budget of the Kejriwal government at Delhi Vidhan Sabha
— ANI (@ANI) March 4, 2024
Delhi FM Atishi says "Today I am not only presenting the 10th budget of the Kejriwal government but I will also present the changing picture of Delhi in the last ten… pic.twitter.com/XqzQpNWEVB