“রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন, পরাজয় নিশ্চিত”

নাগপুরে প্রফুল প্যাটেলের কটাক্ষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-18 9.42.52 PM

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপি সাংসদ প্রফুল প্যাটেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগকে কড়া ভাষায় আক্রমণ করলেন। রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছিলেন, বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোট চুরির ঘটনা ঘটেছে। তবে প্রফুল প্যাটেলের বক্তব্য, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং রাহুল কেবল আসন্ন পরাজয় আড়াল করতেই এই কৌশল নিয়েছেন।

প্রফুল প্যাটেল বলেন, “যিনি রাহুল গান্ধীকে এই তথ্য দিয়েছেন, তিনি ভুল তথ্য দিয়েছেন। শুধুমাত্র দোষারোপ করলে ফল পাওয়া যায় না। মহারাষ্ট্রে এক লক্ষেরও বেশি বুথ রয়েছে। সেই নির্বাচনের সময় কি কোনো বুথ কর্মী অভিযোগ জানিয়েছিল? ছ’মাস পরে এসে ভোট চুরির অভিযোগ তোলা একেবারেই অযৌক্তিক।” তিনি আরও যোগ করেন, “এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। রাহুল গান্ধীর পরাজয় নিশ্চিত, তাই তিনি আগেভাগেই লোকজনকে একটা কারণ বোঝানোর চেষ্টা করছেন।”