New Update
/anm-bengali/media/media_files/5CX6ejCp0DTuv0bQNhRf.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের পেরিয়েছে ৪৮ ঘন্টা। এখনও সেরকম সূত্র তদন্তকারী অফিসারদের হাতে আসেনি। গ্রেফতারও হয়েছেন একজনই। অথচ এর মধ্যেই দত্তপুকুর নিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। গ্রামবাসীদের মুখে মুখেই ঘুরছে সেই সব কথা।
যা জানা যাচ্ছে, দত্তপুকুরের মোচপোল, কাঠুরিয়া-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ৫-৬টি গাড়ি করে উদ্ধার হওয়া বাজি নিয়ে যাওয়া হয় থানায়। এতো বাজি কীভাবে প্রশাসনের চোখের আড়ালে মজুত হল তা নিয়েই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।
বাজি উদ্ধারে তল্লাশি চালানোর পাশাপাশি, এফআইআর-এ নাম থাকা রমজান আলি ওরফে কালোর খোঁজ করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কেরামত আলির সঙ্গে যোগসাজসে বেআইনি বাজি কারবারে মদত জোগানোর অভিযোগ রয়েছে।