New Update
/anm-bengali/media/media_files/5sZRVfSEF4wsh7ozl7vX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ মরদেহের ওপরে কাটা ছেঁড়া করে মৃত্যুর আসল কারণ জানার প্রক্রিয়াই হল ময়নাতদন্ত। বর্তমানে আর জি করের ঘটনায় তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত ঘিরে অনেক জলঘোলা হয়েছে।
তবে জানেন কি কেন বিকেল ৪টের পরে কেন করা হয় না ময়নাতদন্ত ? আসুন জেনে নিই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, দিনের আলোয় দেহের সব রকম ক্ষত স্পষ্ট থাকে। কিন্তু কৃত্রিম আলোয় ক্ষত স্পষ্ট দেখা যায়না। সেই কারণেই বিকেল ৪ টের পরে করা যায় না ময়নাতদন্ত।