New Update
/anm-bengali/media/media_files/5sZRVfSEF4wsh7ozl7vX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ মরদেহের ওপরে কাটা ছেঁড়া করে মৃত্যুর আসল কারণ জানার প্রক্রিয়াই হল ময়নাতদন্ত। বর্তমানে আর জি করের ঘটনায় তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত ঘিরে অনেক জলঘোলা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/6689f07d76117d0941b1a6ab338b787c73ca90e1713964f3f97392e9843ec09f.jpg)
তবে জানেন কি কেন বিকেল ৪টের পরে কেন করা হয় না ময়নাতদন্ত ? আসুন জেনে নিই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, দিনের আলোয় দেহের সব রকম ক্ষত স্পষ্ট থাকে। কিন্তু কৃত্রিম আলোয় ক্ষত স্পষ্ট দেখা যায়না। সেই কারণেই বিকেল ৪ টের পরে করা যায় না ময়নাতদন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us