বড় খবর: আর উঠতে পারবেন না বিমানে

DGCA-র চরম সিদ্ধান্ত। ২০২১ থেকে আজ অবধি যাত্রীদের 'নো ফ্লাই লিস্ট' ঘোষণা করল। দুর্ব্যবহারের জন্যেই বাতিল করা হল বিমান পরিষেবা।  

New Update
ezgif.com-gif-maker (67) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় লিখিত আকারে DGCA জানিয়ে দিল এই বিষয়টি। এবার বিমান সফরে কড়া সিদ্ধান্ত নিল এই সংস্থা।

এদিন রাজ্যসভায় জেনারেল ভি কে সিং লিখিত জবাবে সিভিল এভিয়েশনের তরফ থেকে জানিয়েছেন, ২০২১ থেকে আজ অবধি ১৬৬ জন যাত্রীকে 'নো ফ্লাই লিস্ট'-এ রেখেছে সংস্থা। যেখানে অনিয়মিত যাত্রীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতের থেকে ফ্লাইট নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তারা আর পাবেন না বিমান পরিষেবা।