সিগন্যালিং বিভ্রাট অব্যাহত, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এখনও বালিচক স্টেশনে চলছে সিগন্যালিং বিভ্রাট। ফলে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। স্টেশনে বসে অপেক্ষারত বহু যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে দ্রুত।

New Update
train balichak

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকাল দুপুর থেকে বালিচক স্টেশনে সিগন্যালিং বিভ্রাট শুরু হয়েছে। আর তারপর পেরিয়েছে প্রায় ২০ ঘন্টা। কিন্তু সমস্যা অব্যাহত এখনও। এখনও আটকে রয়েছে বেশ কিছু দূর পাল্লার ট্রেন। লোকাল ট্রেনও পাস করছে ধীর গতিতে।

অনেক ট্রেন বাতিল, দূর পাল্লার ট্রেন বালিচক স্টেশনে দাঁড়িয়ে পড়ছে। দুটি ট্রেন ইতিমধ্যেই গতকাল থেকে বালিচক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে দ্রুত। ইতিমধ্যেই, দুইবার ডিআরএম খড়গপুর এসে পরিদর্শন করে গিয়েছেন। খতিয়ে দেখেছেন পরিস্থিতি।

যা জানা যাচ্ছে, সকাল ১০.৩০ এর মধ্যে এই সমস্যার সমাধান হবে। অন্যদিকে, এই অবস্থার দরুণ ২৪ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দূর পাল্লার সব ট্রেন দেরীতে চলছে। ফলে বহু যাত্রীই কাল থেকেই স্টেশনে বসে রাত কাটিয়েছেন। দুর্ভোগ বেড়েছে নিত্যযাত্রীদের।