নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা, অভিযোগের তীর বিজেপির দিকে

মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম উত্তপ্ত হতে শুরু করেছে। নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা, গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চলের সহ-সভাপতি রাখোহরি ঘড়া। তৃণমূল নেতার মহম্মদপুর বাজারে একটি গ্রিলের দোকান রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি আসার পথে মহম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের উপর অতর্কিতে তার ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তিনি কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। ঘটনাস্থলে প্রায় ঘন্টা দুই  পর্যন্ত পড়ে ছিল তৃণমূল নেতার ভাঙাচোরা বাইক।  

তৃণমূলের অঞ্চল সভাপতি রাখহরি ঘড়ার বাড়ি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জেলেমারা গ্রামের ৩৫ নম্বর বুথে বলে জানা গেছে। যদিও বিজেপির দিকে ওঠা তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি কে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। 

add 4.jpeg