New Update
/anm-bengali/media/media_files/ylMHH3BrpeOTtsKpS0u3.jpeg)
নিজস্ব সংবাদদাতা
তিউনিসিয়ার রাষ্ট্রীয় সূত্রে খবর, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত আট জন নিহত ও আরও ১৫ জন নিখোঁজ হয়েছেন। কোস্টগার্ড মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরের কাছে ডুবে যাওয়া নৌকাটিতে থাকা ১৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে স্ফ্যাক্স অঞ্চলের এল আওয়াবেদ উপকূল থেকে নৌকাটি রওনা দেয়। তিনি আরও জানান, নৌকায় থাকা অভিবাসীদের অধিকাংশই তিউনিশিয়ার নাগরিক।
At least 20 African migrants missing after their boat sank off Tunisia as they tried to cross the Mediterranean to Italy, reported Reuters
— ANI (@ANI) April 8, 2023