New Update
/anm-bengali/media/media_files/JGTFjG9bdwEcgNClkK0t.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইডি (ED)-র হাতে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে আচমকাই সুর বদল করলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। কিছুদিন আগে অবধি তিনি বলেছিলেন রেশন দুর্নীতিকাণ্ডে বালুর পাশে নেই দল, এখন তিনিই হঠাৎ সুর নরম করে পাশে থাকার বার্তা দিলেন। তিনি আজ জানান, ‘যতক্ষন না অন্যায় প্রমাণিত হবে কেউ আমরা এই নিয়ে মতামত দেব না। মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তারই পুনরাবৃত্তি করছি। এত সহজে কাউকে চোর বানিয়ে দেওয়া যায় না।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us