সাঁকরাইলে প্রশাসনের তৎপরতা- এক দিনে স্বাস্থ্য, নথি ও রেশন নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ

সাঁকরাইল ব্লকের কুলটিকরী স্বাস্থ্যকেন্দ্র ও তালাই গ্রামে পরিদর্শনে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও কৃষি কর্মাধ্যক্ষ। স্বাস্থ্য পরিষেবা ও নাগরিক সুবিধা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময়।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে চিকিৎসা পরিষেবা এবং নাগরিক সুবিধা নিয়ে সরেজমিনে খোঁজখবর নিতে শনিবার পরিদর্শনে যান সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা ও কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত।

publive-image

প্রথমে তাঁরা কুলটিকরী সু-স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান। সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন। পরিষেবার মান, ওষুধ পাওয়া, স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রোগীদের অভাব-অভিযোগ শোনার পর, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সভাপতি।

এরপর তাঁরা তালাই গ্রামে গিয়ে দেখেন, কিছু বাসিন্দার এখনও আধার ও ভোটার কার্ড নেই। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করা হয় এবং সচেতনতা বাড়ানো হয়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত এই সমস্ত নথি প্রস্তুতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও রেশন পরিষেবা, অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কার্যকারিতা নিয়েও খোঁজখবর নেন দুই প্রতিনিধি। তারা বড়ো পাকুড়িয়া ও জোড়াশাল এলাকায় অঙ্গনওয়াড়ী দিদিমনিদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রগুলির অবস্থাও পর্যালোচনা করেন।

publive-image

এই তৎপরতা গ্রামবাসীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের প্রশাসনিক সংযোগ ভবিষ্যতে আরও সহযোগিতার পথ প্রশস্ত করবে।

add senco