দিল্লি | RSS-এর শতবর্ষ উদযাপন: কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিংহ বাঘেলের অভিনন্দন

কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিংহ বাঘেলের অভিনন্দন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-26 11.24.01 PM



নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিংহ বাঘেল RSS-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের পরে সকল RSS কর্মীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “RSS-এর ১০০ বছর পূর্ণ হওয়ার জন্য সকল কর্মীকে শুভেচ্ছা। আশা করি RSS চিরকাল বিদ্যমান থাকবে এবং এভাবেই মানুষের সেবায় অবিচলভাবে কাজ করে যাবে।”

মন্ত্রীর এই মন্তব্যে RSS-এর দীর্ঘ ইতিহাস ও দেশ সেবায় তার অবদানকে সম্মান জানানো হয়েছে।