/anm-bengali/media/media_files/2025/05/03/1000198477-144812.jpg)
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের জলঙ্গিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলিতে চীনা লোগো লক্ষ্য করা গেছে বলে সূত্রের খবর।
/anm-bengali/media/media_files/2025/05/03/XrU4OMjDPRBauhvs0mwV.jpg)
শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জলঙ্গি থানার পুলিশ অভিযান চালায় সাহেবরামপুর এলাকায়। অভিযানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে দুই ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি দেশি পিস্তল, আটটি খালি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড তাজা গুলি।
ধৃতদের নাম জয়প্রকাশ মন্ডল ও সুকুমার মন্ডল। পুলিশ জানিয়েছে, দু’জনেই মালদা জেলার বইসবনগর এলাকার বাসিন্দা। কী কারণে তারা মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/05/03/1000198392-287909.jpg)
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অপরাধমূলক চক্রের সঙ্গে যুক্ত তারা। অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খুঁজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। চীনা লোগোযুক্ত অস্ত্র কীভাবে এলো, তাও তদন্তের বিষয়।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/03/ZwabwKBaj2HeDBPXAgEX.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us